Logo

কোনো দলের সঙ্গে এখনো জোট বা আসন সমঝোতা হয়নি: নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ১৭:৫৫
11Shares
কোনো দলের সঙ্গে এখনো জোট বা আসন সমঝোতা হয়নি: নুর
নুরুল হক নুর | ফাইল ছবি

গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতায় যায়নি বলে জানিয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

নুরুল হক নুর লিখেছেন, “আচ্ছা, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনও বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত ১ বছরে অন্তত একশ’বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমাদের কারও সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচন ঘনিয়ে আসায় এখন কিছু রাজনৈতিক দলের সঙ্গে সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

নুর বলেন, “পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।”

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ করে বলেন, দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা না বলে অনুমাননির্ভর খবর প্রকাশ না করতে।

স্ট্যাটাসের শেষে নুর দুটি নাম ও ফোন নম্বর দিয়ে জানান, গণঅধিকার পরিষদ সম্পর্কিত যেকোনো তথ্য জানতে ওই দুই দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করতে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD