বৈঠকে দুই ঘণ্টা নীরব ছিলেন সিইসি: নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আড়াই ঘণ্টার বৈঠকের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রায় দুই ঘণ্টা নিশ্চুপ থেকেছেন এবং এই সময়ে তিনি কোনও বক্তব্য দেননি। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক গ্রহণে তাদের ওপর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই। তবে এমন ইঙ্গিত আছে যে অদৃশ্য কোনো শক্তি কার্যক্রমে প্রবেশ করেছে।
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো স্পষ্ট আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেননি। নির্বাচন কমিশনের সামনে এখন দুই পথ রয়েছে দলটিকে শাপলা প্রতীক দিতে হবে, কিংবা বিকল্প হিসেবে ধান বা সোনালী আঁশ প্রতীক থেকে দলগুলোকে বাদ দিতে হবে।
এনসিপি সমন্বয়ক আরও বলেন, এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন গ্রহণ করবে না এবং শাপলা না পেলে দল নিবন্ধন থেকে সরাসরি বঞ্চিত হলে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এসব জন্য একটি অংশ দায় নির্বাচন কমিশনের ওপরও পড়বে, বলে তিনি সতর্ক করেন। তিনি প্রতিশ্রুতিবদ্ধ কণ্ঠে জানান যে শাপলা প্রতীক বজায় রাখতে তারা গণতান্ত্রিক ফুল সিদ্ধান্তে লড়াই চালিয়ে যাবেন এবং অধিকারের প্রশ্নে আপস হবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তৃতায় উদ্বেগ প্রকাশ করে যোগ করেন, “জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি।” অর্থাৎ বিষয়টি সহজে মীমাংসা হবে না বলে তিনি মনে করেন।
বিজ্ঞাপন
তিনি আরও প্রশ্ন তোলেন, শাপলা ছাড়া নিবন্ধনে যাবো না, নিবন্ধন ছাড়া কীভাবে একটি দল নির্বাচনে যাবে?
এ বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক প্রতীক ও নিবন্ধন ইস্যু জনমত ও দলের ভবিষ্যৎ কর্মকাণ্ডে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।