বিএনপির প্রস্তাব লিপিবদ্ধ হলেই জুলাই সনদে স্বাক্ষর করা হবে: মির্জা ফখরুল

আমাদের প্রস্তাবিত সংস্কার লিপিবদ্ধ করা হলে তবেই জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি বলে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তবে তার জন্য আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় এক পথ সভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আগামীকাল সব পরিষ্কার হয়ে যাবে।
বিজ্ঞাপন
বিএনপির এই নেতা বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল, যার জন্ম হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমরা কখনো মাথা নত করি নাই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি দেশে এলে বিএনপির সমর্থন জনসমুদ্রে পরিণত হবে। এবার হিন্দু সম্প্রদায়ের লোকরাও বুঝতে পেরেছে বিএনপির কোনো বিকল্প নেই। তাই জনগণ আমাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় বসাবে।
বিজ্ঞাপন
পথসভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার আহাম্মেদ, সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা পৌর সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা পৌর সম্পাদক মহশিন আলী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।