Logo

হাসিনা দিল্লি থেকে নির্বাচন বানচালের চক্রান্ত করছে: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৫, ১৩:৩৫
9Shares
হাসিনা দিল্লি থেকে নির্বাচন বানচালের চক্রান্ত করছে: রাশেদ খান
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দিল্লিতে বসে জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত করছেন।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি হলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসন ফিরে আসার আশঙ্কা রয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাশেদ খান বলেন, যদি কোনোভাবে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল হয়, তাহলে বাংলাদেশ আবারও একনায়কতন্ত্রের ছায়ায় ঢুকে পড়বে। দেশের গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্নভাবে ১/১১-এর মতো একটি সরকার গঠনের ষড়যন্ত্র চলছে। বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও অন্যান্য জাতীয় রাজনৈতিক দলগুলোর ঐক্য ছাড়া এই চক্রান্ত মোকাবিলা করা সম্ভব নয়।

গণঅধিকার পরিষদের এই নেতা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও ক্ষমতার দ্বন্দ্ব পরিহারের আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি একে অপরের বিরুদ্ধে লড়াই করি, তাহলে শহীদদের ত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনে জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। তাই সব রাজনৈতিক দলকে এই বিষয়ে গুরুত্বসহকারে ভাবতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD