Logo

আ.লীগকে রুখতে হাসনাত আবদুল্লাহই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৯:৪৩
17Shares
আ.লীগকে রুখতে হাসনাত আবদুল্লাহই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীকাল (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ‘লকডাউন’-এর ঘোষণা নিয়ে দেশের মানুষ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি মন্তব্য করেন, সব দল আগামীকাল মাঠে থাকবে এবং আওয়ামী লীগকে রুখতে এনসিপির পক্ষ থেকে এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট।

বিজ্ঞাপন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার (১২ নভেম্বর) ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের উদ্যোগে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, দেশে তাদের (আওয়ামী লীগ) প্রভাব এখন শেষ পর্যায়ে পৌঁছেছে; শুধু এখন তারা দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবির প্রসঙ্গে জামায়াতসহ আট দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। গণভোট বাংলাদেশে হতেই হবে। বিএনপি যতই চেষ্টা করুক, জনগণের চাহিদার মুখে গণভোট আটকানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, গণভোটে জনগণের ইচ্ছার প্রাধান্য অপরিহার্য। বিএনপি এক সময় জনগণের চাহিদা ধরতে পেরেছিল। কিন্তু এখন যারা নেতৃত্বে আছে, তারা যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারেন, নিজেদের পায়ে কুড়াল মারছে।

বিজ্ঞাপন

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে জনবিচ্ছিন্ন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, গত এক বছরে যারা সরকারের কাছে তাদের অধিকার আদায়ের চেষ্টা করেছে, কোনো দাবি পূরণ হয়নি। সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য আবারও মাঠে নামতে হচ্ছে; এটি সরকারের জন্য লজ্জাজনক।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD