Logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৫:১৪
20Shares
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের ঘোষণা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলটি তাদের প্রতিক্রিয়া জানাবে।

এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে আয়োজন করা হবে। তিনি বলেন, “এতে সংবিধান সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।”

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক ৮টি রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে কিছু দিন ধরে দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে। গতকাল (১২ নভেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

নতুন কর্মসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে দেশব্যাপী রাজপথে অবস্থান নেওয়া হবে। ১৪ নভেম্বর পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২:৩০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের আগে জনগণের দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও যমুনা সেতুর সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী