Logo

শীর্ষ ক্ষমতা থেকে মৃত্যুদণ্ড: রাজনীতিতে হাসিনার অভূতপূর্ব উত্থান-পতন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৪:৫২
11Shares
শীর্ষ ক্ষমতা থেকে মৃত্যুদণ্ড: রাজনীতিতে হাসিনার অভূতপূর্ব উত্থান-পতন
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানকালে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় পেয়ে বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বিশ্বের ইতিহাসে দীর্ঘতম সময়ে ক্ষমতায় থাকা একজন নারী হিসেবে তার রাজনৈতিক উত্থান ও পতন সমালোচক ও বিশ্লেষক উভয়ের নজর কেড়েছে।

বিজ্ঞাপন

প্রায় ৪৫ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা প্রভাবশালী চরিত্র হিসেবে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সভাপতি, বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান ও নেতৃত্ব দেশব্যাপী দৃশ্যমান ছিল।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে হলে শেখ হাসিনার নাম অবশ্যই আসবেই। তার কর্মকাণ্ডে দেশটির রাজনৈতিক দৃশ্যপট দীর্ঘদিন ধরে প্রভাবিত হয়েছে।

১৯৭৫ সালের সামরিক অভ্যুত্থানে পরিবারের সবাই নিহত হওয়ার পর ভারতে থাকা অবস্থায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। কোণঠাসা অবস্থার মধ্যেও ১৯৭৬ সালে আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে দৃশ্যমান হয়। দলের মধ্যে নেতৃত্ব নিয়ে কোন্দল থাকলেও, দলের সিনিয়র নেতাদের উদ্যোগে শেখ হাসিনাকে দেশে ফেরিয়ে দলের সভাপতিত্ব দেওয়া হয়। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে ভারতে থাকাকালীন তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং দুই মাসের মধ্যেই দেশে ফিরেন।

বিজ্ঞাপন

এরশাদ সরকারের আমলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং সাধারণ মানুষের সঙ্গে মেলবন্ধন তার গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেয়।

১৯৯১ সালের নির্বাচনে ৮৪টি আসন পেয়ে দেশের প্রথম বিরোধী নারী নেত্রী হন শেখ হাসিনা। ১৯৯৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে ১৩৩টি আসন পেয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ২০০৪ সালে বিএনপি শাসনামলে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন, যেখানে নিহত হন ২৪ জন।

বিজ্ঞাপন

২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফেরেন। তবে বিডিআর বিদ্রোহসহ কয়েকটি হত্যাকাণ্ড ও দুর্নীতির অভিযোগ তার শাসনামলের সময় বিতর্ক সৃষ্টি করে। একই সময়ে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারও শুরু হয়।

বিভিন্ন আন্দোলন যেমন ২০১৩ সালের হেফাজতে ইসলামের ঢাকার অবরোধ, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালের সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনেও তার সরকারের কঠোর দমনকৌশল আলোচিত হয়। এতে নিহতের সংখ্যা সরকারি হিসাবে ৮৪৪ জন, তবে জাতিসংঘের প্রতিবেদনে প্রায় ১,৪০০ জন নিহতের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের জন্য প্রশংসা পান। তবে দুর্নীতি, বিচারবহির্ভূত গুম-খুন এবং বিরোধী মত দমনসহ বিভিন্ন অভিযোগও তার সরকারের বিরুদ্ধে ওঠে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও রাজনৈতিক বিতর্কের মধ্যে তাঁর রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করেন, সামনের দিনগুলোতে অন্যদের কর্মকাণ্ড তার ফেরার পথ নির্ধারণ করবে।

মি. আহমদ বলেন, যদি তার প্রতিপক্ষ তার চেয়ে খারাপ বা সমতুল্য কর্মকাণ্ড করে, তাহলে হাসিনার রাজনৈতিক কমব্যাকের সম্ভাবনা তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: বিবিসি বাংলা

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD