Logo

অস্থিরতার মধ্যে বাস করছেন, বললেন মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ২২:০৫
13Shares
অস্থিরতার মধ্যে বাস করছেন, বললেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

অস্থিরতার মধ্যে বাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই মুহূর্তে মওদুদ আহমদকে খুব বেশি দরকার ছিল। আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন। তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম। আমার দুঃখ হয়, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দেখে যেতে পারেননি। যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন, এটা দুঃখজনক।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ব্যারিস্টার মওদুদ নিষ্ঠার সঙ্গে ইতিহাস চর্চা করতেন। রাজনীতিবিদ মওদুদের হয়তো কিছুটা সমালোচনা বা বিতর্ক থাকতে পারে; তবে ইতিহাস লেখার ক্ষেত্রে তার সমালোচনা করার কিছু রয়েছে বলে আমার মনে হয় না।’

মওদুদ আহমদকে ‘রাজনীতির বিচিত্রধর্মী পুরুষ’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন মওদুদ। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। যদি খুঁজে দেখি-মূলত গণতন্ত্রে ফিরে আসার উপায়টা বের করতেই তিনি সেখানে গিয়েছেন। এতে তাকে মূল্যায়ন করার ভালো পথ হবে। যে তরুণ সমাজ আমাদের ফ্যাসিস্টদের হাত থেকে উদ্ধার করেছে, তাদের জন্য মওদুদের লেখনী গুরুত্বপূর্ণ।’

প্রয়াত মওদুদ আহমদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদের কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত। আমার মনে আছে, ২০১২ সালে যখন আমরা (ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, কর্নেল (অব.) অলি আহমদ) প্রায় ১৭ জন প্রথম জেলে গেলাম একসঙ্গে। জেল তখন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে। জেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের যে এন্ট্রি হয়, এন্ট্রি হওয়ার পরেই দেখলাম যে, ব্যারিস্টার মওদুদ আহমদ দ্রুতগতিতে ডিভিশন সেল থেকে অন্য একটি রুমের দিকে এগোচ্ছেন। তার পেছনে পেছনে দেখলাম, মির্জা আব্বাসও দ্রুত যাচ্ছেন। আমি বুঝতে পারিনি। কারণ প্রথম আমি সেন্ট্রাল জেলে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমার পাশে আবার আমান উল্লাহ আমান ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ব্যারিস্টার মওদুদ এতো দ্রুত যাচ্ছেন কেন? আমাকে বললেন, আপনি জানেন না, ওখানে একটা রুম আছে, রুম নম্বর ওয়ান। ওখানে গিয়ে ব্যারিস্টার মওদুদ ঢুকে পড়লেন। ওখানে মির্জা আব্বাসও যেতে চান। অর্থাৎ উনি যতদিন জেলে থাকবেন, লেখার কাজে উনি পুরোপুরি নিজেকে নিয়োজিত করবেন। প্রায় ১০-১২ দিন ওই জেলে ছিলাম। দেখেছি, উনি খুব সকালে ঘুম থেকে উঠেন, তারপরে তিনি লিখতে বসে যেতেন। উনি সারাদিন লিখতেন। শুধুমাত্র খাওয়ার সময় একটু বেরিয়ে আসতেন।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

অস্থিরতার মধ্যে বাস করছেন, বললেন মির্জা ফখরুল