Logo

যে আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. মিজানুর রহমান আজহারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১৭:৪০
10Shares
যে আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. মিজানুর রহমান আজহারী
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী, ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই ঢাকা-৫ আসনটি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

জামায়াতের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, ড. আজহারীকে মনোনয়ন দেওয়া হলেও ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার কারণে তিনি নির্বাচনে অংশ নেবেন না। এই সিদ্ধান্তে দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের কিছু নেতা মনে করছেন, আজহারীর জনপ্রিয়তা ও তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করতে পারত।

বিজ্ঞাপন

ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়ে দলটির নীতিনির্ধারকরা পুনর্বিবেচনায় বসেছেন। যদিও ড. আজহারী নির্বাচনে অংশ নেবেন না, এ আসন থেকে জামায়াতের হয়ে কামাল হোসেন নামের একজন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ড. আজহারীর মনোনয়ন শুধু ভোটের ব্যবস্থাপনায় নয়, দলের ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে। তরুণ ও শহরাঞ্চলের ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা দলের নির্বাচনী কৌশল এবং প্রচারণা পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা দিতে পারত।

বিজ্ঞাপন

জামায়াতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে, আসনটি কার্যকরভাবে প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম চালাতে কমপক্ষে একজন সক্রিয় প্রার্থীকে দায়িত্বে রাখা হবে। আগামী নির্বাচনে ঢাকা-৫ আসনের প্রতিযোগিতা তাই রাজনৈতিক ও দাওয়াতি প্রভাবের সঙ্গে যুক্ত হয়ে আরও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

যে আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. মিজানুর রহমান আজহারী