নন এমপিও শিক্ষকদের দাবি ন্যায়সংগত, একাত্মতা প্রকাশ রিজভীর

বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব বলে বিশ্বাস প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে চলমান নন এমপিও শিক্ষকদের আন্দোলনে অংশগ্রহণকালে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, নন এমপিও শিক্ষকদের দাবি সম্পূর্ণ ন্যায়সংগত। তাদের আন্দোলনের সঙ্গে বিএনপি একাত্মতা প্রকাশ করে এবং শিক্ষকদের অধিকার রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।
বিজ্ঞাপন
তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, সরকারের আচরণ দেখে মনে হয়, তারা গরীব শিক্ষকদের দেশের নাগরিক হিসেবেও মনে করেন না।
নন এমপিও শিক্ষকদের আন্দোলন ইতিমধ্যেই ২৩ দিন অতিক্রম করেছে। সম্মিলিত নন এমপিও ঐক্যপরিষদের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার শিক্ষক এই আন্দোলন ও অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তারা এমপিওভুক্তির দাবিতে সরকারের প্রতি তাগিদ জানিয়েছেন।
শিক্ষক নেতারা জানান, আন্দোলনের মূল লক্ষ্য হল ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করা। আন্দোলনে শিক্ষকদের উপস্থিতি, তাদের একনিষ্ঠতা এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজনকৃত কর্মসূচি প্রমাণ করছে, এই দাবি শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের শিক্ষাক্ষেত্রে দীর্ঘমেয়াদি ন্যায্যতার জন্য গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
রিজভীর এ একাত্মতার ঘোষণা শিক্ষকমণ্ডলীর মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষকদের দীর্ঘ আন্দোলন ও রাজনৈতিক দলগুলোর সমর্থন একত্রিত হলে সরকারের কাছে এই দাবির গুরুত্ব আরও বাড়বে এবং নীতিগত পরিবর্তনের পথে এগোতে সহায়ক হবে।








