Logo

গত ১৬ বছরে গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে: নুরুল হক নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৫, ১৪:২০
14Shares
গত ১৬ বছরে গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে: নুরুল হক নুর
নুরুল হক নুর | ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের গণমাধ্যম গত ১৬ বছরে ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। সরকারি নীতিমালা ও বাস্তবায়ন সমস্যা মিলিয়ে সাংবাদিক ও গণমাধ্যমের কাজের পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন বিষয় আলোচনা হলেও গণমাধ্যমসহ সাংবাদিক সংক্রান্ত বিষয় উঠে আসেনি। লাইসেন্স প্রদানের প্রক্রিয়া থেকে শুরু করে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ—সব মিলিয়ে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের অনেকেই গণমাধ্যম সংস্কার নিয়ে প্রকাশ্যে কথা বলার জন্য আগ্রহী নন। বললেই তারা বলেন, তারা সল্প সময়ের জন্য দায়িত্বে আছেন।

সাংবাদিক ও গণমাধ্যমের কাজের পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব বলে দাবি করে তিনি বলেন, এবার পরিবর্তন না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও মানোন্নয়ন সম্ভব নয়। তাই গণমাধ্যম নীতিমালা কার্যকর করার ক্ষেত্রে সকলকে একত্রিতভাবে কাজ করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD