Logo

তরুণ থেকে প্রবীণ, সব বয়সের ঢল এনসিপির সাক্ষাৎকারে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৫, ১৬:০৭
3Shares
তরুণ থেকে প্রবীণ, সব বয়সের ঢল এনসিপির সাক্ষাৎকারে
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোটে অংশ নেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার ও মঙ্গলবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে। সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নেতৃত্ব, নীতি ও জনসংযোগ যাচাই করে সুষ্ঠু ও যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে চাচ্ছে দলটি।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯:৩০ থেকে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় দ্বিতীয় দিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারে তরুণ থেকে প্রবীণ সকল বয়সের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। তারা নিজেরা উপস্থিত হয়ে রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার উন্নয়ন পরিকল্পনা, দলীয় নীতি–আদর্শের প্রতি বিশ্বাস ও জনগণের সঙ্গে কাজের পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা দেশের জন্য কীভাবে কাজ করবেন এবং বিরোধীদল হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, সে বিষয়েও মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ঝালকাঠি-২ আসনের ৭০ বছর বয়সী মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ জহিরুল ইসলাম খান বলেন, আমিও তরুণ। দেশকে এগিয়ে নিতে হলে পুরনো নেতৃত্বকে ভুলে নতুনদের সুযোগ দিতে হবে। এজন্যই এনসিপি থেকে মনোনয়ন চাই।

ঝিনাইদহ-১ আসনের রিয়া পারভীন বলেন, দেশে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রয়োজন। নতুনদের সুযোগ করে দেওয়া তাতেই পরিবর্তন সম্ভব। এবারের নির্বাচন হবে সুষ্ঠু এবং স্বচ্ছ।

লালমনিরহাট-৩ আসনের ৩৫ বছর বয়সী মোহাম্মদ মুকুল হোসেন বলেন, দেশের সার্বভৌমত্ব, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের জন্য তরুণরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনগণ এনসিপির নেতৃত্বকেই সমর্থন করবে।

বিজ্ঞাপন

এবার এনসিপি থেকে মোট ১৪৮৪ জন মনোনয়নপ্রত্যাশী প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে ৬০০ জনের সাক্ষাৎকার প্রথম দিনে নেওয়া হয়। বাকিদের সাক্ষাৎকার চলমান।

জাতীয় নাগরিক পার্টির মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, মনোনয়নপ্রত্যাশীদের মূল্যায়ন হবে রাজনৈতিক দর্শন, যোগ্যতা, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা এবং জনগণের সঙ্গে সংযোগের ভিত্তিতে। এই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD