Logo

খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১৫:২১
18Shares
খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র শারীরিক অবস্থা নিয়ে সংবেদনশীলতা বজায় রেখে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি। দলটির প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, তার স্বাস্থ্য-সংক্রান্ত আপডেট শুধু দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন গণমাধ্যমে উপস্থাপন করবেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত যেকোনো তথ্য যাচাই-বাছাইহীনভাবে প্রচার না করতে গণমাধ্যমসহ সবাইকে অনুরোধ জানানো হয়েছে। সঠিক তথ্যের একমাত্র উৎস হিসেবে ডা. জাহিদকে অনুমোদন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসনের স্বাস্থ্য-সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকেরা নিয়ে থাকেন। ‘চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে যে মুহূর্তে কোনো তথ্য দেবেন, আমরা তা জানিয়ে দেবো। এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ করছি।

বিজ্ঞাপন

শায়রুল আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

‘ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ছাড়া অন্য কোনও বক্তব্য ব্যবহার না করতে অনুরোধ করছি,’ বলেন তিনি। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানাবেন ডা. জাহিদ এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’

মূলত এ বক্তব্যের পর থেকে উদ্বেগ ছড়িয়ে পড়ে সবদিকে। পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে ডা. জাহিদ ছাড়া কারও বক্তব্য গ্রহণ করা যাবে না।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD