Logo

খালেদা জিয়া দ্রুত সুস্থ হবেন, গুজবে কান দিবেন না: ডা. জাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৬
10Shares
খালেদা জিয়া দ্রুত সুস্থ হবেন, গুজবে কান দিবেন না: ডা. জাহিদ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সামাজিকমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া গুজবকে উপেক্ষা করার অনুরোধ জানান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসকরা নিয়মিত খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন এবং তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন।

তিনি আরও জানান, বিভিন্ন গুজব ছড়ানোর প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তানসহ বন্ধুপ্রতীম বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা খালেদা জিয়ার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবাই দোয়া করছেন, দোয়ার বরকতেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।

বিজ্ঞাপন

ডা. জাহিদ আরও বলেন, গুজব ছড়ানো থেকে বিরত থাকা এবং কোনো ধরনের বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। দল কীভাবে তথ্য দেবে—এ সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা সবাইকে আবারও অনুরোধ করছি—প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করুন। তারেক রহমানও সবাইকে ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD