Logo

ডাকলে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৫
14Shares
ডাকলে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
খালেদা জিয়া | ফাইল ছবি

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি টানা ছয় দিন ধরে সিসিইউতেই রয়েছেন।

বিজ্ঞাপন

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জানিয়েছেন, ডাক দিলে খালেদা জিয়া কিছুটা সাড়া দিচ্ছেন।

চিকিৎসক জানান, তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার আগের তুলনায় উন্নত হয়েছে। এদিকে চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের একজন আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছাবেন এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা কার্যক্রম শুরু করবেন।

বিজ্ঞাপন

মেডিকেল বোর্ড গতকাল রাতে দীর্ঘ দুই-দেড় ঘণ্টা বৈঠক করেছে, যেখানে দেশি ও বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক অংশগ্রহণ করেন। বৈঠকে লন্ডনের বিখ্যাত চিকিৎসক প্যাট্রিকও ছিলেন, যিনি আগে খালেদা জিয়ার লন্ডনে মাসব্যাপী চিকিৎসা দেখেছেন। বৈঠকে স্কাইপের মাধ্যমে অংশগ্রহণ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে আসবেন।

বিজ্ঞাপন

মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে খালেদা জিয়ার অবস্থার উন্নতি ধীরে হলেও ধাপে ধাপে হচ্ছে, এবং সিসিইউতে মনিটরিং ও বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে তার স্বাস্থ্যের অবস্থা সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, পর্যাপ্ত চিকিৎসা ও যত্নে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD