হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর মোতায়েন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদস্যরা মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর থেকেই তারা দায়িত্ব পালন শুরু করেছেন।
হাসপাতাল ও দলীয় সূত্রে জানা যায়, দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফের সাতজন কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাদের সঙ্গে পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ উপস্থিত ছিলেন।
সরাসরি পর্যবেক্ষণে দেখা গেছে, পিজিআরের সদস্যরা হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। এছাড়া ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালের চতুর্থ তলায় খালেদা জিয়ার কেবিনের কাছাকাছি নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২টা ২০ মিনিট থেকেই এসএসএফ সদস্যরা হাসপাতালে এসে দায়িত্ব গ্রহণ করেছেন।
তবে হাসপাতালের কতজন নিরাপত্তাকর্মী মোটভাবে মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত পরিকল্পনা কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেননি।
বিজ্ঞাপন
এতে খালেদা জিয়ার চিকিৎসা চলাকালীন নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো মুহূর্তে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই।
বিজ্ঞাপন
পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতি এবং তার উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন, হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনাও রাখা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। জাতির কাছেও তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।








