ক্ষমতায় এলে শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য পদক্ষেপ নেবে জামায়াত

ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা শিশুদের বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকা-১০ আসনের স্থানীয় প্রতিবন্ধীদের জন্য আয়োজন করা ‘‘অপ্রতিরোধ্য সম্মাননা’’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, একজন প্রতিবন্ধী শিশুকে এককভাবে গড়ে তোলা কষ্টসাধ্য। সামাজিক সহযোগিতা বৃদ্ধি করলে শিশুদের বিকাশে বড় অবদান রাখা সম্ভব। এটি সমাজের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের সঠিকভাবে গড়ে তুললে তাদের জাতীয় সম্পদে রূপান্তরিত করা সম্ভব। তাদের রয়েছে অসাধারণ প্রতিভা ও মেধা, যা ইতিপূর্বে অনেকেই প্রমাণ করেছে।
তিনি উদাহরণ হিসেবে স্টিফেন হকিংয়ের কথা উল্লেখ করেন। শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকলেও হকিং পরিবারের ও সমাজের সহযোগিতায় বিশ্বের ইতিহাসে বিখ্যাত পদার্থবিজ্ঞানী হন।
জসিম উদ্দিন সরকার বলেন, আমরাও যদি শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা আমাদের শিশুদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতায় এগিয়ে আসি, তবে আমাদের শিশুরাও বিশ্বমঞ্চে সফলতার স্বাক্ষর রাখতে পারবে।
বিজ্ঞাপন
জসিম উদ্দিন সরকার জানান, ১৯৯২ সাল থেকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হলেও বাংলাদেশে বাস্তবিক অর্থে শারীরিক প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ হয়নি। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে সমাজের প্রতিটি স্তরের নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী ভাতার নামে সামান্য ভাতা দিয়ে রাষ্ট্রের দায়িত্ব শেষ নয়। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিককে মর্যাদাবান করে গড়ে তোলা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক অধ্যাপক নুর নবী মানিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল ও সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারি রওশন আরা। অনুষ্ঠান পরিচালনা করেন নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদি।
এছাড়া ধানমন্ডি থানার সাবেক আমির এডভোকেট জসিম উদ্দিন তালুকদার ও হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেলও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।








