Logo

আল্লাহ জীবিতকে তুলে নিতে পারেন, মৃতকেও ফিরিয়ে দিতে পারেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ২৩:২৪
15Shares
আল্লাহ জীবিতকে তুলে নিতে পারেন, মৃতকেও ফিরিয়ে দিতে পারেন
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

এ সময় তিনি প্রতিক্রিয়ায় সাংবাদিকদের উদ্দেশে বলেন, আল্লাহ জীবিতকে তুলে নিতে পারেন, আবার মৃতকেও ফিরিয়ে দিতে পারেন। তিনি আশা প্রকাশ করে জানান, যেহেতু খালেদা জিয়া এখনো সারভাইভ করছেন, আল্লাহ চাইলে তিনি সুস্থ হয়ে উঠবেন।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাসপাতাল গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা, পরিবারের প্রতি ধৈর্যের বার্তা এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জামায়াতে আমীর বলেন, আল্লাহ তাআলা জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন। আবার মরার মধ্যেও জান দিতে পারেন। যেহেতু উনি (খালেদা জিয়া) আলহামদুলিল্লাহ এখনও সারভাইভ করছেন, ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি জানান, খালেদা জিয়ার পরিবারের জন্য এই সময়টা অত্যন্ত কঠিন। ডা. শফিক বলেন তার পরিবারের সদস্যদের এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা খুব কষ্টের। আল্লাহ যেন তাদের মনকে শক্ত রাখেন এমন দোয়া করেন তিনি।

এভারকেয়ারের চিকিৎসা পরিবেশ ও নিয়মের বিষয়টি সামনে এনে জামায়াত আমির বলেন, এখানে হাসপাতালের যে ডিসিপ্লিন, এটার ক্ষেত্রে আমাদের কারোই ব্রেক করা উচিত না। আমি মাত্র দেড় মিনিট দাঁড়িয়েছি। আমার দায়িত্ববোধ বলছে—সুযোগ থাকলেও বেশি সময় দাঁড়ানো ঠিক নয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি দু’চোখে উনাকে দেখে এসেছি। এটুকুই আমার জন্য সান্ত্বনা।

সবশেষে তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। ডা. শফিক বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, উনাকে ক্ষমা করুন, রহম করুন, সুস্থতার নিয়ামত দান করুন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD