Logo

নির্বাচনী প্রচারণায় একদিনে ১৮টি স্থানে পদযাত্রা করলেন হাসনাত

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৯
16Shares
নির্বাচনী প্রচারণায় একদিনে ১৮টি স্থানে পদযাত্রা করলেন হাসনাত
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচনী প্রচারণায় দিনভর অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বিজ্ঞাপন

ভোটারদের কাছে শাপলা কলি প্রতীকের জন্য ভোট চাইতে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দেবিদ্বার উপজেলার ১৮টি স্থানে পদযাত্রা ও উঠান বৈঠক করেন তিনি।

দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকা থেকে শুরু করে রাতের আতাপুর সিরাজ মাস্টারের বাড়ির উঠান বৈঠকে দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন হাসনাত। প্রতিটি স্থানে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এবং সাধারণ মানুষ তাকে উৎসাহ দিয়েছেন।

বিজ্ঞাপন

পদযাত্রা ও পথসভায় হাসনাত বলেন, মানুষের কাছ থেকে শুনছি আমি নাকি ৫০০ ভোট পাব। ৯ মাসের নতুন দল হিসেবে বাপ-দাদার পরিচয় ছাড়াই এই সংখ্যক ভোট পাওয়া বড় অর্জন। আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে এগিয়েছি। বড় বংশ, টাকা-পয়সা নেই, বিদেশে পড়াশোনা করি নি, আপনাদের মধ্য থেকেই উঠে এসেছি।

তিনি আরও বলেন, চাঁদাবাজি বা ভোট ভিক্ষা নয়, মানুষের সঙ্গে সৎভাবে ভোট চাইব। ৫০০ এর বেশি ভোটও যদি না পাই, সেটা আল্লাহর ইচ্ছা। প্রতিকূলতা দেখলেও আমরা শান্তিপূর্ণ ও সৌজন্য বজায় রাখব। কেউ গালি দিলে সালাম দেব, কেউ বাধা দিলে ফুল দিয়ে বরণ করব। বিভেদের জায়গায় মানুষকে একত্রিত করতে চাই।

বিজ্ঞাপন

পরবর্তীদিন বুধবার (৩ ডিসেম্বর) হাসনাত দেবিদ্বার গজারিয়া এলাকা থেকে সারাদিনে ১৫টি স্থানে পদযাত্রা ও উঠান বৈঠক করছেন। এনসিপি নেতা হিসেবে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বের কারণে এলাকায় ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন।

কুমিল্লা-৪ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির দুই পক্ষের কোন্দল ও বিভাজনকে কাজে লাগাতে পারেন হাসনাত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD