অবশেষে নিবন্ধন সার্টিফিকেট পেল এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে। দলের পক্ষে এই সনদ গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ হয়েছে ‘শাপলা কলি’।
বিজ্ঞাপন
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম এই তথ্য জানান।
তিনি নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান এবং একই সঙ্গে এ সংস্কার বাতিল করার জন্য চাপ সৃষ্টি ও আদালতের আশ্রয় নেওয়ার তীব্র নিন্দা জানান।
বিজ্ঞাপন
নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পার হওয়ার পর অবশেষে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এবারের নির্বাচনে আমরা অংশ নেব।
নাহিদ আরও বলেন, প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করার অধিকার রয়েছে। কিন্তু একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এক মার্কায় নির্বাচন করার চেষ্টা করছে এবং আদালতকে ব্যবহার করে এ সংস্কার বাতিলের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা ইসিকে শক্ত অবস্থানে থাকার জন্য বলেছি।
নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। প্রার্থীর হলফনামায় তথ্য যাচাই, অর্থ ব্যয় পর্যবেক্ষণ এবং কালো টাকার ব্যবহার বন্ধে ইসিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়াও নাহিদ বলেন, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে, যা নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে। এ কারণে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ইসিকে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গণভোটের প্রশ্ন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাতে হবে। ভুল তথ্য বা অপতথ্য ছড়ানো রোধে নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আমাদের লক্ষ্য, ভোটের পরিবেশ পুরোপুরি স্বচ্ছ ও নিরপেক্ষ রাখা।








