ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: জামায়াত আমির

ফ্যাসিস্টরা দেশ থেকে চলে গেলেও ফ্যাসিজমের কালো ছায়া এখনও দেশে বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপরাধের দায়ভার কাঁধে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছে, আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ করছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান দেশের অভ্যন্তরে লুণ্ঠিত সম্পদ, বিদেশে পাচার এবং স্থানীয়ভাবে অবৈধ দখলের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, দেশজুড়ে বেগমপাড়া গড়ে উঠেছে। কেউ কেউ পালাতে গিয়ে খালে-বিলে আশ্রয় নিয়েছে, আবার কেউ কলাপাতায় ধরা পড়েছে। তবু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি।
ডা. শফিকুর রহমান বলেন, একদল দখলদার জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেকদল বেপরোয়া দখলদার হিসেবে ক্ষমতায় এসেছে। বিরোধী নেতাদের জেল, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার প্রবণতা এখনও থামেনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, দেশে গণভোট ও নির্বাচন প্রক্রিয়ায় যারা জনগণকে বেহুশ করার চেষ্টা করেছে, তাদের এখনই ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে, যা উদ্বেগজনক।
তিনি বিএনপির প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, জনগণ তাদের আগামী নির্বাচনে লালকার্ড দেখাতে প্রস্তুত। কেউ যদি নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করে, আমরা মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, তাদের সব ষড়যন্ত্র জনগণ ভন্ডুল করে দেবে।
ডা. শফিকুর রহমান জোটের বাইরে থাকা ইসলামি দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনার আঙিনায় ফিরে আসুন, এখানে যে ঘোরাফেরা করছেন তা আপনারা চালাতে পারবেন না। আমরা আপনাদের বুকে জড়িয়ে স্বাগত জানাব।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের জনগণ এখন স্বতঃসচেতন, আর কারো রক্তচক্ষুর ভয়ে কেউ ভয় দেখাতে পারবে না। আমরা আল্লাহর ওপর ভরসা করি। বিশ্বের সব শান্তিকামী দেশকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যেন আমাদের ওপর দাদাগিরি না করে।
সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।








