Logo

শেখ হাসিনার দেশে ফেরা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ২০:১১
12Shares
শেখ হাসিনার দেশে ফেরা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন । ছবি: সংগৃহীত

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশের ইতিহাস-রাজনীতি ও সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশে ফেরা কোনোভাবেই ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এনডিটিভির একটি অনুষ্ঠানে বলেছিলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং যে পরিস্থিতি তাঁকে সেখানে যেতে বাধ্য করেছে, সেই ঘটনাপ্রবাহই তাঁর ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

বিজ্ঞাপন

আখতার হোসেন জয়শঙ্করের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, এটা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা জাতীয় স্বার্থ ও বিচারব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাঁকে দ্রুত ফিরিয়ে আনতেই হবে।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, গণ-অভ্যুত্থানে তারা আমাদের শরিক দল হলেও, এখনও তফসিল ঘোষণা হয়নি—তার আগেই তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমে পড়েছে। এটি দুঃখজনক এবং অশুভ সংকেত।

একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কঠোর ভাষায় ভারতকে সতর্ক করে বলেন, ভারতকে বলতে চাই—বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতে আসবেন না। এখানে আপনাদের অনেক ব্যবসা রয়েছে, জনগণ ক্ষুব্ধ হলে সেগুলো টিকবে না। দক্ষিণ এশিয়ায় যে ধরনের আগ্রাসী রাজনীতি বিজেপি চালাচ্ছে, আমরা তার বিরুদ্ধে প্রস্তুত আছি।

বিজ্ঞাপন

আলোচনায় অংশ নেওয়া নেতারা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এবং একটি স্বাধীন-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD