Logo

অন্য কেউ নয়, দুর্নীতি দমনে বড় অবদান রেখেছে বিএনপি: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:৩৩
6Shares
অন্য কেউ নয়, দুর্নীতি দমনে বড় অবদান রেখেছে বিএনপি: তারেক রহমান
তারেক রহমান | ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্য কেউ নয়, দুর্নীতি দমনে সবচেয়ে বড় অবদান রেখেছে বিএনপি। দেশের আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমকে শক্তভাবে পরিচালনা করতে পারলে দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশকে বিভাজন ও বিভক্তির কবল থেকে মুক্ত রাখতে হবে। সরকারের নেতৃত্ব দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, আইন ও ন্যায়ের মাধ্যমে পরিচালিত হবে। দুর্নীতি প্রতিরোধে বিএনপি সর্বাগ্রে কাজ করছে এবং ক্ষমতায় এলে দেশকে স্বাবলম্বী এবং স্থিতিশীল করতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

শিক্ষা খাতের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, স্কুল পর্যায়ে কয়েকটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীরা নিজের পছন্দমতো ভাষা নির্বাচন করবে; ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা শেখার ব্যবস্থা থাকবে।

তরুণদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বিদেশে পাঠানোর পরিকল্পনা থাকছে বলেও জানান তারেক রহমান। এছাড়া ক্ষমতায় এলে চার কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্বকেও উল্লেখ করে বলেন, দেশে প্রায় তিন লাখ মসজিদ আছে এবং সেখানে কর্মরত ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

বিএনপি চেয়ারম্যান বলেন, অনেকেই ক্ষমতায় গেলে দেশের পরিচালনার বিষয়ে কথা বলেন, কিন্তু বিএনপি সবচেয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD