Logo

আ.লীগের টার্গেটে ৫০ প্রার্থী, যার ১ম শিকার হাদি: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:১২
7Shares
আ.লীগের টার্গেটে ৫০ প্রার্থী, যার ১ম শিকার হাদি: রাশেদ খান
রাশেদ খান । ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে ৫০ জন প্রার্থীকে পরিকল্পিতভাবে টার্গেট করছে। এর মধ্যে প্রথম শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর আহত ওসমান হাদিকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান সাংবাদিকদের বলেন, নির্বাচন বানচাল করার জন্য ৫০ জন প্রার্থীকে টার্গেট করা হয়েছে। প্রথম শিকার হিসেবে এ বার শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করা হয়েছে। যদি এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ না করা যায়, তবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গুরুতর অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে এবং যে কোনও সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রেখেছেন এবং সব ধরনের জরুরি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমর্থকরা উদ্বিগ্ন এবং সরকারকে নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD