Logo

জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪০
11Shares
জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় নীতি ও আদর্শের প্রতি নিজের দৃঢ় বিশ্বাস ও আনুগত্যের অঙ্গীকার করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আক্তারুজ্জামান প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

সাক্ষাৎকালে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধের প্রতি, দেশের স্বার্থ ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় অবস্থানের প্রতি তার গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আক্তারুজ্জামান বলেন, তিনি বাকি জীবন দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসলামী মূল্যবোধের প্রতিপালনে নিবেদিত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি জামায়াতের নিয়ম, শৃঙ্খলা ও আদর্শের প্রতি আনুগত্য এবং দলের নীতি অনুসরণের অঙ্গীকার করেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান আক্তারুজ্জামানকে আলিঙ্গন করে তার দীর্ঘ নেক জীবন কামনা করেন।

বিজ্ঞাপন

এর আগে, আক্তারুজ্জামান বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে বহিষ্কার হন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।

উল্লেখ্য, আক্তারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালে কটিয়াদী আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তখন এই আসন কেবল কটিয়াদী উপজেলাকে অন্তর্ভুক্ত করত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD