Logo

ভারতের মদদ ছাড়া আ.লীগ এমন পরিকল্পনা করতে পারে না: নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৬
7Shares
ভারতের মদদ ছাড়া আ.লীগ এমন পরিকল্পনা করতে পারে না: নাহিদ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগ ও ভারতের সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, ভারত সরকারের মদদ ছাড়া আওয়ামী লীগের পক্ষে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ও সহিংস কর্মকাণ্ডের নেপথ্যে দিল্লিকেন্দ্রিক পরিকল্পনা কাজ করছে।

তিনি অভিযোগ করেন, ভারতের ভূমিকার কারণে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে এবং এই বিষয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় কূটনৈতিক প্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

নাহিদ ইসলাম আরও বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত সরকার ইতোমধ্যেই নৈতিক অবস্থান হারিয়েছে। এখন সেই একই শক্তি আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কেবল রাজনৈতিক নেতা বা প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করলেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। তার মতে, জনগণই প্রকৃত নিরাপত্তার উৎস। রাজনীতি ও সমাজ থেকে ফ্যাসিবাদী শক্তির প্রভাব দূর না করা গেলে কারও নিরাপত্তাই নিশ্চিত থাকবে না।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে এখনও আওয়ামী লীগের প্রভাব রয়ে গেছে। এমনকি গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনেও নানা ছদ্মবেশে তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এসব বিষয়ে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নাহিদ ইসলাম তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করেন—রাজনৈতিক মাঠ, প্রশাসনিক কাঠামো এবং সামাজিক ও বুদ্ধিবৃত্তিক পরিসর। কোর্টপাড়া, বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে সংগঠিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এই প্রতিরোধ শুধু নির্বাচনের জন্য নয়, বরং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য অপরিহার্য। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং একই সঙ্গে ভারতকে জবাবদিহির আওতায় আনতে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং সেখানে ওসমান হাদির পরিবারের সদস্যরাও অংশ নেন। তার ভাষায়, হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আসন্ন নির্বাচনকে ঘিরে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, মতবিরোধও হবে, তবে তা যেন জাতীয় ঐক্য বিনষ্ট না করে। আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক মাঠে সুযোগ করে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি না করতে সবাই ঐক্যমত পোষণ করেছেন বলেও জানান তিনি।

আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের অপচেষ্টা চলছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, টকশো, বিশ্ববিদ্যালয় ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি ও কর্মকাণ্ড লক্ষ করা যাচ্ছে। এসব বিষয় নিয়ে সরকারকে আরও সতর্ক ও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

শেষে তিনি বলেন, শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শুধু হামলাকারী নয়, এর নেপথ্যের পুরো পরিকল্পনাকারী চক্রকেও আইনের আওতায় আনতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD