Logo

যে কারণে সরকারি বাসায় এখনও থাকছেন আসিফ-মাহফুজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৮
35Shares
যে কারণে সরকারি বাসায় এখনও থাকছেন আসিফ-মাহফুজ
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সরকারি বাসায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ বলেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে আমরা সরকারি বাসায় রয়েছি। বাসায় থাকার ক্ষেত্রে দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ডের মধ্যে কোনো আইনি বাধা নেই।

বিজ্ঞাপন

এর আগে ‘সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছিল। খবর অনুযায়ী, এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আসিফ ও মাহফুজ এখনও সরকারি বাসভবন ত্যাগ করেননি এবং কবে ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে।

গত ১০ ডিসেম্বর বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই ছাত্র প্রতিনিধি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তখন জানানো হয়, নির্বাচনের তপশিল ঘোষণা হলে পদত্যাগপত্র কার্যকর হবে। পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা বিদায় নেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র কার্যকর হয়।

আসিফ মাহমুদ ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের গঠনের দিন থেকে দায়িত্ব পালন শুরু করেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন, পরে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলামের পদত্যাগের পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে আসিফ ১৫ মাস এবং মাহফুজ ১৩ মাস দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং আওয়ামী লীগ সরকার পতনের দ্বারপ্রান্তে থাকে, তখন ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির ঘোষণা আসে আসিফ মাহমুদের মাধ্যমে, যা সরকারের পতন ত্বরান্বিত করে। জুলাই গণ-অভ্যুত্থানে তার ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের অধিবেশনে প্রথম অংশগ্রহণের সময় প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে তার সফরসঙ্গী হিসেবে নির্বাচন করেন। তিনি মাহফুজকে আন্তর্জাতিক পর্যায়ে ছাত্র-জনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD