খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, গ্রহণ করছেন চিকিৎসা

জাতীয় সংসদের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানান তিনি।
ডা. জাহিদ বলেন, ম্যাডামের বয়স এবং অসুস্থতার প্রকৃতি বিবেচনায় রাখা প্রয়োজন। বিশেষ করে বিগত সরকারের সময়ে পরিকল্পিতভাবে যথাযথ চিকিৎসা না দেয়ায় শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। সে কারণে বর্তমানে তিনি কিছুটা কঠিন সময় পার করছেন। তবে বর্তমানে চিকিৎসা গ্রহণে সক্ষম হওয়ায় আমরা আশাবাদী, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন।
বিজ্ঞাপন
চিকিৎসকের বরাত দিয়ে বলা হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশ, আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। প্রতিদিন সন্ধ্যায় বোর্ডের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে বৈঠক করেন। এই পরামর্শের ভিত্তিতে দেশে তার চিকিৎসা পরিচালিত হচ্ছে।
ডা. জাহিদ আরও জানান, এ পর্যন্ত ম্যাডামকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি ঠিকমত গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আগের অবস্থাকে ধরে রাখতে সক্ষম হচ্ছেন।
বিজ্ঞাপন
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক ডা. জাহিদ দেশের জনগণকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করেছেন। তিনি বলেন, আমরা আশা করি, আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং দেশের রাজনীতিতে আবারও যথাযথভাবে ভূমিকা রাখতে সক্ষম হবেন।








