Logo

২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:২৫
12Shares
২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রায় ১৭ বছরের দীর্ঘ প্রবাসের পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তাকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে। তার সঙ্গে তার মেয়েও থাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে সিলেট হয়ে তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন। এর আগে, গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘সবকিছু ঠিক থাকলে’ ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।

তারা স্মরণ করিয়ে দেন, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান ১৮ মাস কারাগারে ছিলেন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান এবং এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

তাদের পরিবার এবং রাজনৈতিক সমর্থকদের জন্য ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হচ্ছে। দেশে ফেরার সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক উপস্থিতি নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, দেশে ফেরার পর তারেক রহমানের কর্মকাণ্ড এবং রাজনৈতিক সমাবেশ নিয়ে বিশেষ নজরদারি রাখা হবে, যাতে শান্তিপূর্ণ পরিবেশে তার আগমন নিশ্চিত করা যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD