Logo

বাবু খানের পক্ষে মনোনয়নপত্র তুললেন বিএনপি'র নেতৃবৃন্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৮
17Shares
বাবু খানের পক্ষে মনোনয়নপত্র তুললেন বিএনপি'র নেতৃবৃন্দ
ছবি প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর সংসদীয় ৩০০ আসনের মধ্যে ৮০ নং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু’র পক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনারের অফিস থেকে নমিনেশন ফর্ম উত্তোলন করেছেন চুয়াডাঙ্গা বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্টনের উপস্থিতিতে ফর্ম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন জীবননগর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাজাহান চেয়ারম্যান, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির চেয়ারম্যান, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু এবং দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ধানের শীষের পক্ষে চুয়াডাঙ্গা ২ আসন সহ দেশবাসীর কাছে ভোট প্রার্থনা করে বাবু খানের জন্যে দোয়া চেয়েছেন,

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা ১ এবং চুয়াডাঙ্গা ২ আসনে অতীতের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে জেলা বাসির রায় ধানের শীষের পক্ষে পড়বে বলেই মনে করেন নেতৃবৃন্দ।

দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, চুয়াডাঙ্গা-২ আসনটি দামুড়হুদা, দর্শনা এবং জীবননগর থানা নিয়ে গঠিত। এটি বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। পালিয়ে যাওয়া সরকারের অধীনে ভোটের দিনের চিত্রগুলো মনে করলেই দেখবেন জনগণ কিভাবে প্রত্যাখ্যান করেছিল। সেসময় ভোট কেন্দ্র গুলোতে গবাদিপশু ছাড়া ভোটারদের উপস্থিতি ছিলো না।

চুয়াডাঙ্গা ২ আসনে মাহমুদ হাসান খান বাবু ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গণতন্ত্রের মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে। বাবু খান একজন সৎ ও আদর্শবান নেতা, তিনি বিজিএমইএর নির্বাচিত প্রেসিডেন্ট এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির সভাপতি।

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, চুয়াডাঙ্গা-২ আসনের ভোটাররা যদি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ভোট দেন, তবে এই অবহেলিত এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমবে, মিল ও কল কারখানা স্থাপন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন হবে। এরকম একজন নেতাকে দলমতের উর্দ্ধে যেয়ে এলাকার উন্নয়নে ভোট দেওয়ার আহ্বান জানান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD