৩০০ ফিট সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চের দিকে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ২২ মিনিটে তার গাড়ি বহর কাওলা বাস স্ট্যান্ড এলাকা পার হয়ে মঞ্চের দিকে আগাচ্ছে।
বিজ্ঞাপন
দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে দেশের প্রধান বিমানবন্দরে অবতরণ করেছেন তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য রাজধানীর ৩০০ ফিট এলাকায় একটি সুবিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।
সংবর্ধনা মঞ্চের প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী সমাগম করেছেন। মঞ্চের আকার ৪৮ বাই ৩৬ ফুট, যা গত রোববার দুপুর থেকে দিন-রাত শ্রমিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন, এবং সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। ওই দিন এই এলাকা মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু দলের জন্য নয়, দেশের রাজনীতিতেও এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃত্বের সঙ্গে মিলিত হতে এবং নেতাকর্মীদের উদ্দীপনা অনুভব করতে রাজধানীর এই এলাকায় উপস্থিত রয়েছে বিশাল সমর্থক ও সাধারণ মানুষ।







