বিএনপিতে নতুন রদবদল, আরও ২ আসনে প্রার্থী পরিবর্তন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে বিএনপি আরও দুই আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম। তবে শেষ মুহূর্তে তাকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনটি আগে ফাঁকা রাখা হয়েছিল। একই সঙ্গে চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা আব্দুল আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।
এছাড়া চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পরিবর্তে চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গত ৩ নভেম্বর এই আসনের প্রাথমিক প্রার্থী হিসেবে সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছিল। তবে এরপর আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন। টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থানও নেওয়া হয়।
এমন রদবদলের মধ্য দিয়ে দল চট্টগ্রাম-১১ ও চট্টগ্রাম-১০ আসনগুলোতে তার চূড়ান্ত প্রার্থী নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নভেম্বরের শুরুতে বিএনপি ২৩৭টি আসনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। এরপর দ্বিতীয় দফায় ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়। কিছু আসনে ইতিমধ্যেই পরিবর্তন ও রদবদল ঘটেছে। বাকি আসনের মধ্যে ১৪টি আসনে শরিক দলের প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।
বিএনপির এই পদক্ষেপ স্থানীয় নেতাদের চাহিদা ও সমর্থকের আবেদনের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে বলে দলের সূত্র জানিয়েছে। প্রার্থী পরিবর্তনের এই রদবদল ভোটের পূর্বপরিকল্পনা এবং এলাকার রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।








