Logo

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচনে হবেন স্বতন্ত্র প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪১
18Shares
এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচনে হবেন স্বতন্ত্র প্রার্থী
তাসনিম জারা | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তাসনিম জারা জানিয়েছেন, খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী এলাকার মানুষ হিসেবে তিনি রাজনৈতিক দল বা জোটের ছত্রছায়ায় না থেকে নিজের উদ্যোগে নির্বাচনে অংশ নেবেন।

তিনি লিখেছেন, প্রিয় খিলগাঁওবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। আমার লক্ষ্য সবসময় ছিল আপনার সেবা করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়াই করব।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির এক যুগ্ম সদস্য সচিব। তাসনিম জারা পদত্যাগ করে দলের গ্রুপে লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদের জন্য শুভকামনা রইলো।

তিনি জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য আইনি শর্ত অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহ করতে হবে। আগামীকাল থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এছাড়া, পূর্বে নির্বাচনী ফান্ডের জন্য দেওয়া ডোনেশন ফেরত নেওয়ার জন্যও প্রক্রিয়া চালু থাকবে।

বিজ্ঞাপন

তাসনিম জারা লিখেছেন, যেখানে দলীয় সহায়তা থাকবে না, সেখানে আমার একমাত্র ভরসা আপনি, আমাদের জনগণ। আপনার স্নেহ ও সমর্থনের মাধ্যমে আমি আপনার সেবা করতে পারব।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার অংশগ্রহণ নির্বাচন মাঠে নতুন প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারের মনোভাবকে প্রভাবিত করতে পারে। এই পদক্ষেপ স্থানীয় রাজনীতিতে সক্রিয় জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD