Logo

বগুড়া-৬-এর সঙ্গে ঢাকা-১৭ আসনেও প্রার্থী হচ্ছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:০৯
7Shares
বগুড়া-৬-এর সঙ্গে ঢাকা-১৭ আসনেও প্রার্থী হচ্ছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে তাকে প্রার্থী করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দলীয় পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

শায়রুল কবির খানের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হন। সেখান থেকে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় হতে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

দলীয় সূত্র জানায়, এর আগে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা ও কৌশলগত বিবেচনায় বিএনপি এখন ওই আসনে তারেক রহমানকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আসন বণ্টনে পরিবর্তন আসছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আন্দালিভ রহমান পার্থকে ভোলা-১ আসন ছেড়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপি নেতারা মনে করছেন, ঢাকা-১৭ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে তারেক রহমানের প্রার্থিতা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে। এতে রাজধানী কেন্দ্রিক রাজনৈতিক হিসাব-নিকাশেও উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছে। ওই আসনে দলের পক্ষ থেকে তাকে মনোনয়নও দেওয়া হয়েছে। এর সঙ্গে ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ায় তিনি এবারের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD