Logo

বিএনপি ছাড়া অন্য দল ক্ষমতায় এসে দেশ চালাতে পারবে না : নুরুল হক নুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮
7Shares
বিএনপি ছাড়া অন্য দল ক্ষমতায় এসে দেশ চালাতে পারবে না : নুরুল হক নুর
নুরুল হক নুর | ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ পরিচালনা কিংবা রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে সক্ষম হবে না।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ব্যক্তিগতভাবে তিনি কী পেলেন বা তার দল কয়টি আসন পেল—এসব বিষয় তার কাছে মুখ্য নয়। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের মানুষ, দেশের ভবিষ্যৎ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে কোনো ভাগ-বাটোয়ারা বা চাওয়া-পাওয়ার প্রশ্ন নেই। দেশ ও জাতির স্বার্থে আগামী দিনে বিএনপিকেই রাষ্ট্রক্ষমতায় বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় আসনটি থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শিপলু খান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাদের মনোভাব ও ত্যাগের কথা তিনি উপলব্ধি করেন। দুঃসময়ে তারা দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। তবে বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থে বিএনপি এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে তাকে সমর্থন দিয়েছে। তিনি নির্বাচিত হলে আগের মতোই সবাইকে এমপির কার্যক্রমে সম্পৃক্ত রাখবেন বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তাকে ঢাকার কোনো একটি আসন থেকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি চরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চান বলে সেই প্রস্তাব গ্রহণ করেননি। অন্তত একবার পটুয়াখালী-৩ আসন থেকে এমপি হয়ে মানুষের অধিকার আদায়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD