সারাদেশ থেকে ঢাকায় ছুটছেন শোকাহত বিএনপি নেতাকর্মীরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শোকাহত নেতাকর্মীদের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতভর বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে করে বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রা করেন তারা।
দলীয় সূত্র ও স্থানীয় প্রতিনিধিরা জানান, খালেদা জিয়ার মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর দিকে ছুটতে শুরু করেন। অনেকেই রাতের বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন, আবার কেউ কেউ ট্রেন ও নৌপথ বেছে নেন।
বিজ্ঞাপন
ভোলা, বরিশাল ও চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নদীপথে নেতাকর্মীদের ঢাকায় আসতে দেখা গেছে। একই সঙ্গে বিভিন্ন রুটের ট্রেনেও বিএনপি নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিএনপির নেতাকর্মীরা জানান, দলের এই শীর্ষ নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখার এবং জানাজায় অংশ নেওয়ার আকাঙ্ক্ষা থেকেই তারা ঢাকায় আসছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।








