এভারকেয়ার থেকে ফিরোজার পথে খালেদা জিয়ার মরদেহ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে নেওয়া হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মরদেহবাহী গাড়ি হাসপাতাল এলাকা ত্যাগ করে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮টা ৫৫ মিনিটে মরদেহ বের করা হয়। এরপর গুলশান এভিনিউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের দিকে যাত্রা শুরু করে গাড়িটি। এ সময় হাসপাতাল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি লক্ষ্য করা যায়।
আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজা ও দাফন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে রয়েছে।
জানাজা শেষে দুপুর সাড়ে ৩টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে।

এদিকে, কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। মঙ্গলবার রাত থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিদল। এ উপলক্ষে রাজধানীজুড়ে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।
বিজ্ঞাপন
১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।








