Logo

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮
4Shares
মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু
ছবি: সংগৃহীত

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নেতাকর্মীসহ তিনি জানাজাস্থলে পৌঁছান।

বিজ্ঞাপন

জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের চোখে-মুখে ভাসছে প্রিয় নেত্রীকে হারানোর বেদনা।

নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, বাড়ি থাকতে পারিনি, নিজের খরচে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ছুটে এসেছি।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমারও বলেন, এরকম দেশপ্রেমিক সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কি না জানি না, শেষ বিদায় জানাতে এসেছি।

জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ গেট সকাল সোয়া ১০টার পর খুলে দেওয়া হয়েছে। গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাখো জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। দুইটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করা হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে অংশ নিতে পারেন।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়।

সুষ্ঠু জানাজা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD