Logo

মাকে নিয়ে জানাজাস্থলে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৭
7Shares
মাকে নিয়ে জানাজাস্থলে তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার উদ্দেশে গুলশান থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় আনা হয়েছে। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি বহন করা হয় একটি বিশেষ গাড়িতে, যার সঙ্গে ছিল পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতাদের গাড়িবহর।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর জাতীয় সংসদ ভবনের জানাজাস্থলে পৌঁছায়। এ সময় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যাতে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন।

গাড়িবহরের সঙ্গে থাকা একটি লাল-সবুজ রঙের বাসে ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য এবং খালেদা জিয়ার স্বজনরাও বহরে অংশ নেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছানোর পর পুরো পরিবেশে নেমে আসে শোকের ছায়া। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল বিদায়ের বেদনাবিধুর উচ্চারণ।

নির্ধারিত সময় অনুযায়ী জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

জানাজা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শোক পালন উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD