বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমও নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ এলাকায় চেকপোস্ট এবং প্রবেশমুখে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন: মাকে নিয়ে জানাজাস্থলে তারেক রহমান
দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
বিজ্ঞাপন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ ও মানিক মিয়া এভিনিউ এলাকায় ডিএমপি ৩৪২ জন ও এপিবিএন ৩৬৩ জন পুলিশ সদস্য এবং ১টি সোয়াট টিম মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ৪০০ জন বিজিবি সদস্য, পোশাক পরিহিত ৮১০ জন র্যাব সদস্য, ৬০০ আনসার সদস্য, ৬০০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য ও ২৪ জন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নামাজে জানাজায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চেকপোস্টের পাশাপাশি বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন








