পঞ্চম দিনেও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পাঁচ দিন পার হলেও তার প্রতি শ্রদ্ধা জানাতে থামেনি মানুষের আগমন। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও প্রতিদিন তার কবর জিয়ারত করতে ভিড় করছেন।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিস্থলে গিয়ে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই সেখানে মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানুষ খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, অনেকেই হাতে ফুল নিয়ে সমাধিস্থলে আসছেন। শ্রদ্ধা নিবেদনকারীরা বলছেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগ দেশের রাজনীতিতে এক গভীর ছাপ রেখে গেছে।
বিজ্ঞাপন
তাদের মতে, মৃত্যুর পাঁচ দিন পরও কবর প্রাঙ্গণে মানুষের এই অবিরাম উপস্থিতিই প্রমাণ করে তার সঙ্গে জনগণের সম্পর্ক কতটা গভীর ছিল।
শ্রদ্ধা নিবেদন ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জিয়া উদ্যানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশেই চলছে কবর জিয়ারত ও দোয়া কার্যক্রম।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে পড়লে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তিনি ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে মৃত্যুবরণ করেন।
পরদিন বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
দাফনের পর থেকেই প্রতিদিন তার কবর ঘিরে মানুষের এই উপস্থিতি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রভাব ও জনসম্পৃক্ততার শক্তিশালী প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।








