এবার জনসাধারণের কাছে আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহে তিনি সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
বিজ্ঞাপন
এই উদ্দেশ্যে রবিবার (৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ তার ব্যক্তিগত বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, প্রচলিত ধাঁচের বড় অর্থায়নের রাজনীতির বাইরে গিয়ে জনসমর্থনের ওপর ভিত্তি করেই তিনি তার নির্বাচনী লড়াই চালাতে চান।
বিজ্ঞাপন
ভিডিও বার্তায় তিনি বলেন, বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিস্তৃত, প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাগুলোতে নির্বাচনী প্রচারণা চালানো অত্যন্ত ব্যয়বহুল এবং একই সঙ্গে কঠিন একটি চ্যালেঞ্জ। জনসংযোগ, যাতায়াত এবং প্রচার কার্যক্রম অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা এখন অপরিহার্য হয়ে পড়েছে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে লড়াই শুরু হয়েছে, তা শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়—বরং এটি শত শত শহীদের রেখে যাওয়া দায়িত্ব ও আমানত। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে ইনসাফ ও আজাদীর ভিত্তিতে একটি মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি জানান, যারা জনতার টাকায় জনমুখী ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় বিশ্বাস করেন, তারা চাইলে তার দেওয়া বিকাশ, নগদ কিংবা ব্যাংক হিসাবের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠাতে পারেন।
বিজ্ঞাপন
অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়ে আশ্বাস দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, তার কাছে যে পরিমাণ অর্থ আসবে এবং যে খাতে কীভাবে তা ব্যয় করা হবে—সবকিছুর বিস্তারিত হিসাব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করা হবে। এর মাধ্যমে রাজনৈতিক অর্থায়নে জবাবদিহি ও স্বচ্ছতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চান বলেও তিনি উল্লেখ করেন।








