Logo

বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ফল জাতীয় ভোটে প্রভাব ফেলবে না

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৯ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪
বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ফল জাতীয় ভোটে প্রভাব ফেলবে না
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল জাতীয় নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র রাজনীতির ফলাফল আর জাতীয় রাজনীতির ভোটচিত্র এক নয়; দুটির বাস্তবতা ও প্রেক্ষাপট ভিন্ন।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিজয় ও তাদের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ জানতে চাইলে মির্জা ফখরুল জানান, বিষয়টি গভীর গবেষণার দাবি রাখে। ফ্যাসিস্ট সরকারের সময়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পায়নি। তবে এসব নির্বাচনের ফলকে জাতীয় নির্বাচনের সঙ্গে যুক্ত করা ঠিক হবে না বলে তিনি জোর দেন।

বিজ্ঞাপন

এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। বিএনপি নেতাকর্মীদের হত্যার ঘটনায় সরকার কার্যকর ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় সরকারের আরও দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন বলেও উল্লেখ করেন।

উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি তারেক রহমানের ব্যক্তিগত সফর। দীর্ঘদিন পর তিনি নিজ দেশে ফিরেছেন। সফরের অংশ হিসেবে দিনাজপুরে তার নানির কবর জিয়ারত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঢাকায় তারেক রহমানের আগমনে যে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে, জেলা পর্যায়ের এই সফরও তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। পাশাপাশি এই সফর পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD