Logo

বুলেটপ্রুফ জ্যাকেট পরার কারণ জানালেন বিএনপি প্রার্থী জিলানী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬
বুলেটপ্রুফ জ্যাকেট পরার কারণ জানালেন বিএনপি প্রার্থী জিলানী
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানী জানিয়েছেন, নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করছেন। নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে গিয়ে নানা ধরনের হুমকির মুখে পড়ায় বাধ্য হয়েই তাকে এ ধরনের সুরক্ষা নিতে হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক মতবিনিময় সভায় কর্মী ও সমর্থকদের সামনে নিজের পাঞ্জাবি খুলে শরীরে পরা বুলেটপ্রুফ জ্যাকেট প্রদর্শন করেন জিলানী।

ওই সময় তিনি বলেন, তার জীবনের ওপর সরাসরি হুমকি রয়েছে। সভার সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বিবিসি বাংলাকে নিশ্চিত করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তারই।

তিনি জানান, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেই তাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরতে হচ্ছে। রাজনীতিতে সক্রিয় থাকায় ঘরে বসে থাকা সম্ভব নয়, তাই সতর্কতার অংশ হিসেবে তিনি এই ব্যবস্থা নিয়েছেন।

জিলানীর দাবি, তিনি নিয়মিত বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। এমনকি প্রশাসনের পক্ষ থেকেও তাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন উৎস থেকে তার জীবনের ঝুঁকির কথা জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে হতাশা প্রকাশ করে বিএনপির এই প্রার্থী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া তার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। মানুষের সেবা ও রাজনীতির উদ্দেশ্যে মাঠে থাকলেও যদি প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়, তাহলে সেটি দুঃখজনক ও উদ্বেগজনক বিষয়।

তিনি আরও জানান, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত সব মতবিনিময় সভাতেই তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

কারা এসব হুমকির পেছনে রয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেই তাকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ–৩ আসনটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। এসএম জিলানীর ভাষ্য অনুযায়ী, তিনি এর আগেও ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে শেখ হাসিনার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD