Logo

‘বিড়িতে সুখটান’ মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন জামায়াত প্রার্থী

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
৯ জানুয়ারি, ২০২৬, ২২:০২
‘বিড়িতে সুখটান’ মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন জামায়াত প্রার্থী
জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক | ফাইল ছবি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক তাঁর বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’—এটি মূলত গ্রামীণ জনগণকে উদ্দেশ্য করে করা বক্তব্য।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমি গ্রামে যখন বক্তব্য দিই, তখন গ্রামের সব ধরনের মানুষকে উদ্দেশ্য করে বলার চেষ্টা করি। দাড়িওয়ালা, দাড়িছাড়া, তাবলিগ, হেফাজত বা বিড়ি খাওয়া–না খাওয়া—যে কোনো নাগরিকই আমার ভোটার। আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হলো, যারা বিড়ি বা সিগারেট খায়, তারা সেই অভ্যস্ত অবস্থায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে পারে এবং আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারেন।

ড. ফয়জুল হক আরও উল্লেখ করেন, আমার বক্তব্যকে কেউ হয়তো ভুলভাবে বোঝেছে। তবে পূর্ণ বক্তব্য আমার ফেসবুক পেজে রয়েছে। একজন এমপি নির্বাচনী প্রচারে গণমানুষের সকল শ্রেণি-পেশার মানুষকে লক্ষ্য করে বক্তব্য দেন। তাই বিড়ি খাওয়া মানুষও আমার ভোটার।

বিজ্ঞাপন

তিনি জানান, তার মন্তব্যের মূল অর্থ হলো, যে ব্যক্তি দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে চায়, তার জীবন হয়তো পরিবর্তিত হতে পারে, এবং আল্লাহ তার প্রতি দয়া করবেন। এটি একটি সর্বজনীন আহ্বান, এবং ভবিষ্যতেও আমি সকল ভোটারকে লক্ষ্য করে এমন বক্তব্য দেব।

এর আগে, বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেছিলেন, যা সামাজিক ও রাজনৈতিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছিল। এখন তিনি সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সংশয় দূর করার চেষ্টা করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD