Logo

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ নিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৪:২৯
‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ নিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২৮ দিন বাকি থাকা অবস্থায় বিএনপি পুঙ্খানুপুঙ্খভাবে তাদের নির্বাচনি ইশতেহার প্রস্তুত করছে। দলটি ইতিপূর্বে ঘোষিত ৩১ দফা এবং জনকল্যাণমুখী নীতি-নির্দেশকে প্রাধান্য দিয়ে ইশতেহার তৈরি করছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটি এটি চূড়ান্ত করবে এবং পরে আনুষ্ঠানিকভাবে দেশবাসীর কাছে ঘোষণা করা হবে।

দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইশতেহার তৈরির কাজ প্রায় শেষের দিকে এসেছে। আশা করি ২০ জানুয়ারির মধ্যে এটি চূড়ান্ত করা হবে এবং শিগগিরই জনগণের কাছে উপস্থাপন করা যাবে।

বিজ্ঞাপন

বিএনপি নতুন প্রজন্মের প্রত্যাশা ও ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় রেখে ইশতেহার প্রণয়নে এগোচ্ছে। দেশ গড়ার পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি দলটির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের মূল বিষয় ‘আই হ্যাভ অ্যা প্লান’ নির্বাচনি ইশতেহারে প্রতিফলিত হবে।

ইশতেহারে অন্তর্ভুক্ত পরিকল্পনার মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি, যুক্তরাজ্যের আদলে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ প্রতিষ্ঠা এবং নির্বাচিত হলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, ইশতেহারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, ‘ভিশন ২০৩০’, জুলাই জাতীয় সনদ, গণ-অভ্যুত্থানপরবর্তী তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ৮টি বিশেষ খাতের প্রতিশ্রুতি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞাপন

৩১ দফার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, বাকস্বাধীনতা, স্বচ্ছ প্রশাসন ও জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার। এছাড়া মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রদান করাও ইশতেহারে উল্লেখ থাকবে।

বিএনপি নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষি সামগ্রী সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। স্বাস্থ্য খাতে শক্তিশালী প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক প্রতিষ্ঠা, চাহিদাভিত্তিক শিক্ষা ও দক্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে তরুণদের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

ক্রীড়া, নবায়নযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষা, নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য এসএমই, বস্ত্র ইকোনমি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং আইসিটি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। তথ্যপ্রযুক্তি, ই-কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, গেমিং ও স্টার্টআপ খাতের মাধ্যমে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি প্রদান এবং তাদের জীবনমান উন্নয়নও ইশতেহারে অন্তর্ভুক্ত। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, ৩১ দফা ও চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের আলোকে স্থায়ী কমিটির বৈঠকে শিগগিরই ইশতেহার চূড়ান্ত করা হবে।

বিএনপির উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে বলেন, ৩১ দফা এবং ভিশন ২০৩০-এর আলোকে ইশতেহার প্রণয়ন চলছে। নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা এবং জনসাধারণের প্রত্যাশা সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD