Logo

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৯
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে আজ বিকেল সাড়ে ৪টায় ঘোষিত যৌথ সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

জোটের নেতারা আশা করছিলেন, রমনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

তবে বুধবার সকালে জানা গেছে, দলগুলোর মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস জোটে থাকবেন কি-না সে বিষয়ে আজ দুপুরে নিজ নিজ সর্বোচ্চ ফোরামে আলোচনা করা হবে।

জোটের অভ্যন্তরে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে টানাপোড়েন এবং দলগুলোর মধ্যে সমন্বয়ের দিক নিয়ে অব্যাহত আলোচনা সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে।

বিজ্ঞাপন

জামায়াতের এক সূত্র জানিয়েছে, তারা ১৮০ থেকে ১৯০টি আসন নিজের হাতে রাখতে চায় এবং বাকিগুলো অন্য দলের প্রার্থীদের কাছে ছেড়ে দিতে চায়।

জোটটি গত সেপ্টেম্বরে পাঁচ দফা দাবিতে রাজপথে সরব ছিল। এরপর আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে ডিসেম্বর মাসে আরও চারটি দল যুক্ত হয়। তবে শেষ পর্যন্ত এই চার দলসহ জোটের অভ্যন্তরে কিছু জটিলতা দেখা দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD