রেজাউল করীমকে ছাড়াই শুরু ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের অনুপস্থিতিতে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’র বহুল আলোচিত সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, এই সংবাদ সম্মেলন থেকেই সমঝোতার ভিত্তিতে জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। নির্বাচন সামনে রেখে জোটগতভাবে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদও এতে অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
এ ছাড়া খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: সপরিবারে যমুনায় যাচ্ছেন তারেক রহমান
সংবাদ সম্মেলনে জোটের নির্বাচনী কৌশল, আসনভিত্তিক সমঝোতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








