Logo

নির্বাচনে জোটে নয়, নিজস্ব শক্তিতেই মাঠে নামছে ইসলামী আন্দোলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৫০
নির্বাচনে জোটে নয়, নিজস্ব শক্তিতেই মাঠে নামছে ইসলামী আন্দোলন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে যুক্ত না হয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, নিজস্ব প্রার্থী ও সাংগঠনিক শক্তির ওপর ভর করেই তারা নির্বাচনী মাঠে থাকবে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে ২৬৮টি আসনে দলের বৈধ প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। এসব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না এবং সবাই প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে তিনি স্পষ্ট করেন।

বিজ্ঞাপন

গাজী আতাউর রহমান আরও বলেন, বাকি ৩২টি আসনে ইসলামী আন্দোলন সমর্থন দেবে। তবে কোন কোন আসনে বা কোন দলকে সমর্থন জানানো হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দিচ্ছে না। দলটি স্বতন্ত্র অবস্থান বজায় রেখেই নির্বাচনে অংশ নেবে।

বিজ্ঞাপন

দলের নেতারা জানান, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্ত সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করবে এবং ভোটারদের কাছে ইসলামী আন্দোলনের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তুলে ধরতে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD