Logo

খালেদা জিয়ার স্মরণে শোকসভায় সপরিবারে এলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৬, ১৬:৩৪
খালেদা জিয়ার স্মরণে শোকসভায় সপরিবারে এলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শোকসভা শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ শোকসভাস্থলে আসতে শুরু করেন। ফলে দুপুরের আগেই দক্ষিণ প্লাজায় মানুষের উপস্থিতি চোখে পড়ে।

এই শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। বরং দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা শোকবক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

নাগরিক শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করছেন আশরাফ কায়সার ও কাজী জেসিন।

এর আগে শোকসভাস্থলে সপরিবারে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী ও ধর্মীয় প্রতিনিধিরা ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন।

বিজ্ঞাপন

শোকসভার প্রস্তুতি প্রসঙ্গে আয়োজকদের একজন অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং দেশবাসীর পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মিলিত শ্রদ্ধা ও শোক প্রকাশের একটি আয়োজন।

শোকসভার মর্যাদা ও গাম্ভীর্য বজায় রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা। সভাস্থলে সেলফি তোলা, স্লোগান দেওয়া কিংবা হাততালি দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারীদের সবাইকে নির্ধারিত আসনে বসে শোকসভায় অংশ নিতে দেখা যাচ্ছে। কেবল আমন্ত্রণপত্র প্রদর্শনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

এই শোকসভাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD